পবিপ্রবি’তে সম্পন্ন হলো বিডিএপ্স মোবাইল অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা:
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশব্বিদ্যালয় আইটি কার্নিভাল এ সফলভাবে সম্পন্ন হলো বিডিএপ্স মোবাইল অ্যাপ চ্যালেঞ্জ প্রতিযোগিতা
১ ডিসেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হল রুমে সকাল ১০ থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর বিকাল ৪ টায় প্রতিযোগিতা সম্পূর্ণ হয়।
দুই দিন ব্যাপি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৮০জনের অধিক প্রতিযোগী। যাদের অধিকাংশের এ্যাপ ছিলো মার্কেটপ্লেসের উপযোগী। এদের মধ্য থেকে ৩ জন কে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাহবুব হাসান আবিদ, ২য় স্থান অধিকার করে তুলশী চন্দ্র বর্মন এবং ৩য় অধিকার করে তানহা তাবাচ্ছুম বৃষ্টি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএপ্স এর রিজিওনাল অপারেশন লিড মো:আশিকুর রহমান আশিক, তিনি জানান “বাংলাদেশের মানুষ এর প্রতিনিয়ত ফেস করতে হয় এমন একটি সমস্যা তোমরা তোমাদের এপ্লিকেশন এর মাধ্যমে সমাধান এর চেষ্টা করো এবং সেখানে বিজনেস কেস গুলো ভাবো যাতে ভবিষ্যতে তোমাদের এই ইনোভেটিভ এপ্লিকেশন দেশে ও বিদেশে সকল ধরনের মানুষ ব্যবহার করে”