ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষার্ষের শিক্ষার্থী শেখ সাকলাইন ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ২০১৯-২০২০ শিক্ষার্বষের শিক্ষার্থী আল মাসুদ
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছেন।রোববার (১ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, রফিক আল হাসান, মুতাসিম, সাকিব, ইশতিয়াক বিল্লাহ মারুফ
,সাইফুল্লাহ আল মামুন, শাহরিয়ার নাজিম, জান্নাতুল ফেরদৌস তানজিনা, শামীম পারভেজ, রিমন ইসলাম, সাকিন, মুনতাসিম ইসলাম ফাহাদ, কামরুল ইসলাম রাব্বি, সায়ান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আবু খালেদ মোঃ ইমরান,হারুন ভূঁইয়া, চয়ন,রাকিব
, মনিরা বিদ্বী, নেছার উদ্দিন, তারিফ, অপি, সাজবি, রত্না রানী কুন্ডু মনজুরুল ইসলাম, লুকমান সাকিব ফাহিম শাহরিয়ার, সায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদকসাইফুল ইসলাম, তানভীর হীরক, হিমেল, কাজী বৈশাখী, ইমরান হোসেন, আসিফ ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, জাফর হোসেন, প্রবাশ, আলামিন ইসলাম, আফ্রিদি ইসলাম, সিফাত ইসলাম, তোফাজ্জল হোসেন, তামিম ইসলাম, শাহজাহান ইসলাম আহাদ, অর্থ সম্পাদক দোলন
,সহ অর্থ সম্পাদক সামিউল ইসলাম সামি, দপ্তর সম্পাদক আবদুন নূর,সহ দপ্তর সম্পাদক, সাজ্জাদ হোসেন, ফারহান তৌহিদ, প্রচার সম্পাদকমতিউর রহমান, উপ-প্রচার সম্পাদক: আলিফ,মিডিয়া বিষয়ক সম্পাদক শরীফ সৌরভ,সহ মিডিয়া বিষয়ক সম্পাদক এস. বি. বাধন কার্যনির্বাহী সদস্য সাজিদ, কাউছার,আদর, মোহন রায়,আদনান
সাধারণ সম্পাদক আল মাসুদ বলেন, ‘আমাদের ক্লাবের মূল লক্ষ্যই থাকবে আমরা কিভাবে ছাত্রদের সব ধরনের খারাপ নেশা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে ক্যাম্পাসকে সব সময় একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া। আমাদের আরও প্রচেষ্টা থাকবে যে কিভাবে নতুন প্লেয়ার বের করা যায় যাতে করে সে তার ভার্সিটির সুনাম বয়ে আনতে পারে এবং সেটা শুধু ভার্সিটিতেই সীমাবদ্ধ থাকবে না আমরা চাইবো একটা প্লেয়ার ভালো খেলে সে তার নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।’
সভাপতি শেখ সাকলাইন বলেন, ‘যে কোন খারাপ কাজ থেকে বিরত থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ পরাজয়কে সহজভাবে মেনে নিতে শিখে এবং এটি আমাদের উন্নত চিন্তাধারার বিকাশ ঘটায়। ইবির ক্রীড়া ক্ষেত্রে অনেক সুনাম আছে এবং এই সুনামকে ধরে রাখতে আমাদের ইবি ক্রিকেট ক্লাবের প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।’
আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।