কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
পর্যটন সমৃদ্ধ কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে “I LOVE KAMALGANJ”স্মারক এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১ ডিসেম্বর)বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ স্মারকের উদ্বোধন করেন।
এসময় জয়নাল আবেদীন বলেন, কমলগঞ্জে অনেক পর্যটন স্পট রয়েছে,এই পর্যটন স্পট গুলোর উন্নয়ন ও প্রসারে বাংলাদেশী পর্যটকদের আকর্ষণ করার জন্য উপজেলা প্রশাসন নানামূখী উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহন করেছে।তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপজেলার মাধবপুর লেকে একটি পর্যটকের স্মারক স্থাপন করেছি যেটি হচ্ছে “I LOVE KAMALGANJ” আমরা বিশ্বাস করি এর মাধ্যমে এই স্থানটির পরিচিতি আরো বৃদ্ধি পাবে।এখানে অনেক পর্যটক আসবে, এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলার পর্যটন শিল্পের প্রসার ঘটবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ডিএম সাদিক আল শাফিন,ট্যুরিস্ট পুলিশের ওসি কামরুল ইসলাম চৌধুরী,কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমদ,মাধবপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাসেদুল ইসলাম,ইউপি সদস্য মোতাহের আলী,শিব নারায়ন শীল,নারায়ন রাজভর,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নির্মল এস পলাশ,সাবেক সম্পাদক আশহাবুজ্জামান শাওন, সাংবাদিক আরকে সৌমেন, সালাহউদ্দিন শুভ,মুমিনুল ইসলাম,জাহেদুর রহমান প্রমূখ।