কে. এম. সাখাওয়াত হোসেন: দুই দিন ব্যাপী অনুসন্ধানী স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের আয়োজনে রাজধানী উত্তরার আশকোনায় ব্র্যাক লানিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গত ২০ ও ২১ নভেম্বর দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রকল্প পরিচালক শেখ মাসুদুল আলম এবং স্বাস্থ্য প্রশিক্ষণের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন উপদেষ্টা ডা. ইয়াসমিন আহমেদ।
নেত্রকোনা, বাগেরহাট, চাপাই নবাবগঞ্জ ও কুড়িগ্রাম এই চার জেলা থেকে আগত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন গণমাধ্যম কর্মীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকতা কেন জরুরি, স্বাস্থ্যখাতে সাংবাদিকতার সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ কি কি?, স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনের জন্য তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া, স্বাস্থ্যখাতে জনবলের অনুপস্থিতি, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য ব্যয়, প্রতিবেদনের বিষয় চূড়ান্ত ও প্রতিবদন কিভাবে তৈরি করা তা নিয়ে আলোচনা এবং প্রতিবেদন সকলের সামনে উপস্থাপন এই সকল বিষয়াদি নিয়ে বিশদ আলোচনা করেন সম্মানিত প্রশিক্ষকবৃন্দ।
এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন- দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, হেলথ রিপোটার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন শেষে বাংলাদেশ হেলথ ওয়াচের কনভেনার ডা. মুশতাক রেজা চৌধুরীর স্বাক্ষরিত সনদ সকল প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম।