নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক অভিযানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুজন নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা কথা জানায় থানা পুলিশ।
এরআগে গত রবিবার রাতে গ্রেফতারকৃত আ.লীগের দুই নেতাকে ডিবি পুলিশ নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেফতারকৃতদের একজন হলেন- সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লাল মিয়া (৫২) । তিনি দক্ষিণ বিশিউড়া দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। উপজেলার সিংহের বাংলা গ্রামের উজ্জল মিয়া বাদী হয়ে দায়ের করা মামলার আসামি লাল মিয়া।
আরেকজন হলেন আ.লীগের অঙ্গ সংগঠন মেদনী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ খান সুজন (৩৯)। তিনি মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের মৃত আজম খানের ছেলে। সদর উপজেলার ব্রাহ্মনমহা গ্রামের মো. সাদেক মিয়ার দায়ের করা মামলার আসামি সুজন।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুজন হলেন গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। আজ (সোমবার) দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।