মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা শাখার আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ ওবলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে রুকনদেরকে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে ১৬ (নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর ) সকাল দশটায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে রুকন সম্মেলনে নব নির্বাচিত উপজেলা আমীর ডাঃ মোঃ সুজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান,মোঃ হাকিকুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য রুকনদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে নতুন উপজেলা শুরা নির্বাচিত হবে। তবে দলীয় নিয়ম অনুযায়ী কেউ কোন পদে নিজে থেকে প্রার্থী হয় না। এই সম্মেলনে উপজেলার পুরুষ মহিলা মিলে মোট ২৮৩ জন সদস্য (রুকন) তাদের পছন্দের দায়িত্বশীলদের নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলেছেন। এই ভোট গণনা করার পর সর্বোচ্চ ভোট প্রাপ্ত দায়িত্বশীলদের নিয়ে উপজেলা শুরা ও উপজেলা কমিটি ২ বছরের জন্য নির্বাচিত হবে।