জবি প্রতিনিধি:
জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স এর আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করা হয়েছে। প্রতি বছর এদিন রাত ১২টা ১ মিনিটে প্রিয়জনদের নিয়ে জন্মদিনের কেক কাটতেন জনপ্রিয় এই কথাসাহিত্যিক।
বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে পালন করা হয়েছে বাংলা সাহিত্যের কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী। অজানা ভুবনে পাড়ি দেওয়া এই সাহিত্য ও শিল্পস্রষ্টা না থাকলেও তাঁর জন্মদিনকে ঘিরে ছিল নানা আয়োজন।
এসময় হুমায়ূন আহমেদের উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ নিয়ে সাহিত্য আড্ডা করেছে সংগঠনটির তরুণ পাঠক-ভক্তরা। এরপর উপন্যাসটির ‘সেরা পর্যালোচক’কে পুরষ্কার বিতরনী শেষে কেক কেটে দিনটিকে উদযাপন করেন তারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন বলেন, ‘হুমায়ূন আহমেদ এমন একজন লেখক, যিনি তাঁর প্রতিটি লেখা এমনভাবে শেষ করেন, যা আমাদের মনকে আলোড়িত করে। তিনি সব সময়ই সাধারণ মানুষের গল্প বলার ক্ষেত্রে অনন্য। তাঁর লেখায় আবেগ থাকে, থাকে ভালোবাসা। যারা তাঁর লেখা পড়ে, তাঁরা বুঝতে এর মর্ম বুঝতে পারবে।’
সংগঠনটির সভাপতি সিদরাতুল মুনতাহা বলেন, মোহময় গদ্যে মধ্যবিত্ত শ্রেণির জীবন আখ্যানকে অসামান্য দক্ষতায় চিত্রিত করেছেন তিনি। এত যুগ পরেও বাংলা সাহিত্যে তার সৃষ্ট কয়েকটি চরিত্র সাহিত্যপ্রেমী মানুষ এখনও স্মরণে রেখেছেন। বাংলাদেশের সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বি লেখক একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
এসময় সাহিত্য সম্পাদক রওশন আরা অমির উপস্থাপনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সুবর্ণ আসসাইফ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর সম্পাদক সাকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য জয়া পালিত, মিজান উদ্দীন মাসুদ, সাদিয়া জাহান সুরভীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।