মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পাঁচবিবিতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা কর্তৃক চোরাই গরু সহ আলম হোসেন (৪৮) নামের এক চোরকে ধরে করে থানা পুলিশে দিয়েছে । ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বড়মানিক গ্রামে এ ঘটনা ঘটে। সে জয়পুরহাট সদর উপজেলার হানাইল দিঘিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মঙ্গল দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বড়মানিক এলাকায় চোরাই গরু সহ চোর আলম হোসেন কে আটক করে পাঁচবিবি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গরু সহ চোরকে থানায় নিয়ে যান এবং ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে জেল হাজতে প্রেরন করেন।
এর আগে সকালে উপজেলার
কেশবপুর গ্রামের দুদু মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৪৭) গরুটি কড়িয়া-পাঁচবিবি পাকা সড়কের পার্শ্বে গোবরা বিল নামক স্থানে ঘাস খেতে বেঁধে রেখে বাড়িতে যায়। পরবর্তীতে গরু নিতে এসে না পেয়ে আশেপাশে খোঁজাখুজি করে না পেয়ে থানা পুলিশকে জানায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, আলম হোসেন এলকার একজন চিহ্নিত চোর। তার বিরুদ্ধে জয়পুরহাট, ক্ষেতলাল, আক্কেলপুর, বদলগাছি, দুপচাঁচিয়া, শিবগঞ্জ, ধামুইরহাট সহ বিভিন্ন থানায় ১২ টি চুরি মামলাসহ ১৮ টি মামলা রয়েছে।