জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ নেতা মো. সাইফুল ইসলাম সুমন (৪২)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মো.সাইফুল ইসলাম সুমন উপজেলার চাচই গ্রামের মো.শরিফুল ইসলামের ছেলে ও ৬ নং জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লোহাগড়া থানায় দায়েকৃত একটি নাশকতা মামলায় জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এ কর্মকর্তা।