তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি কুলাউড়া শাখার সহযোগিতায় কুলাউড়ায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে সোনালী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক মো. মোসাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন, সতীশ চন্দ্র দাস, মৌলভীবাজার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের (এসপিও) মহিউদ্দিন মুহাম্মদ মাহমুদুজ্জামান, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সহকারী পরিচালক তানভীর আহমদ, কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঞাঁ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষ্যমবিরোধী ছাত্র সমন্বয়ক আদনানসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের গনমাধ্যকর্মীরা। কর্মশলায় জাল নোট সনাক্তকরনসহ সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।