মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
সারাদেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়েত ইসলামীর ব্যানারে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর অফিস চত্বরে আলোচনা সভায় কটিয়াদী উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক সাইফুল্লাহ সহকারী সেক্রেটারি কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারী সাইদুল হক বিএসসি,কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কিশোরগঞ্জ ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যাপক সদরুল আমিন,কটিয়াদী সরকারি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব হাবিবুল হক,আদর্শ শিক্ষা ফেডারেশনের উপজেলা সেক্রেটার সহকারী অধ্যাপক আনিসুজ্জামান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আমীর মাওলানা আলী কাউসার রনি,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল,আনিসুজ্জামান,অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদুল হাসান উপজেলা সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী। বক্তারা বলেন সিপাহী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।