টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নাগরপুরে ব্যাটমিন্টন খেলা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “ক্রিড়াই শক্তি ক্রিড়াই মুক্তি, মাদক মুক্ত নাগরপুর গড়তে যুবসমাজকে মাঠে ফেরাতে হবে”। ৬ নভেম্বর বুধবার রাতে নাগরপুর থানা চত্বরে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
মি. ইসলাম আরো বলেন, নাগরপুরের জনসাধারণ ও পুলিশ সদস্যদের সাথে যে অসামান্য সম্পর্ক রয়েছে তা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জনসাধারণের সাথে মেশার কোন বিকল্প নেই। সরকারের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জনবান্ধন পুলিশের কোন বিকল্প নেই। যুবসমাজকে মাঠে ফেরাতে ও মাদক মুক্ত নাগরপুর গঠনের প্রচেষ্টায় আজকে আমাদের এ আয়োজন। আপনারা বিভিন্ন খেলার আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানালে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং খেলায় উপস্থিত থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, জেলা ও থানা কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও খেলোয়াড়বৃন্দ।