বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন।
আজ বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে উপাচার্য বিভিন্ন হলের রিডিং রুম, ডাইনিং ও গণরুমে যান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের যাবতীয় সমস্যার কথা শুনেন এবং সেই সকল সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বিজয় দিবস হলের রিডিং রুমে আগামীকালই এসির ব্যবস্থা করার ঘোষণা দেন।
হল পরিদর্শনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সাথে সাথে পদক্ষেপ নেন। গণরুমে থাকার জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরীর উদ্যোগ নেওয়ার কথা বলেন।
এছাড়াও তিনি গণরুম প্রথা বাতিল করে বাহিরে ফ্ল্যাট ভাড়া বা নতুন ভবন নির্মানের চেষ্টা করবেন বলেছেন। হলের মধ্যে ইন্টারনেট সেবা, রিডিং রুমে এসি, ক্লিনিং এবং ডায়নিং নিয়মিত চালুকরণ নিয়ে স্যার অতি জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।