কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়সভা করেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন।
মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়,কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর শিকার না হয়,তিনি বলেন বেদখলকৃত সকল সরকারী জায়গা উদ্ধার করা হবে। আমাদের প্রথম কাজ হলো বাজার মনিটরিং করা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সহনীয় পর্যায়ে থাকে।তিনি আরো বলেন হিমাঘার স্থাপন,মেডিকেল কলেজ স্থাপনসহ বেশ কিছু প্রস্তাবনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বরাবরে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই হয়তো সুখবর আমরা পাবো।
এছাড়াও জেলা প্রশাসক, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দশনা দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনক সিংহা, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,
সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুক মিয়া,পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খাঁন,আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার,লেখক ও গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন প্রমূখ।
এসময় জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, প্রেক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।