উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ারি শৈশব সহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বড়হিত ইউনিয়নের বড়ডাংরি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের মোজাম্মেল হক নয়নের ছেলে মোশারফ হোসেন শৈশব (২২) দীর্ঘদিন ধরে পেশাদার জুয়াড়ি হিসেবে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শৈশব সহ বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের ফকর উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (২২) ও আব্দুল হেকিমের ছেলে সুমন মিয়া (২০)কে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উপজেলার বড় ডাংরী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে জুয়া আইনে কোর্টে সোপর্দ করা হয়েছে।