জবি প্রতিনিধি
শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (১৬ ব্যাচ) ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (১৬ব্যাচ) নাইমুর রহমান।
সোমবার (২৮ অক্টোবর) শেরপুর জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত আংশিক কমিটির এক প্রেসবিজ্ঞপ্তিতে বিয়ষটি নিশ্চিত করা হয়।
এতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোকাদ্দেসুর রহমান লিমন, ফাহিম ফয়সাল, সোহানুর রহমান সানি, আলিফ আকাশ ও সানজিদা আক্তার শান্তা। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশাল নন্দি,তানজিমুল রিফাত, মাহমুদুল হাসান, রাফসান ওয়াহিদ রিকুব,নাইমা রহমান লামিয়া।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান রানা, দপ্তর সম্পাদক আবদুর রশিদ, অর্থ সম্পাদক শাহরিয়ার আরিফ রাকিব, প্রচার সম্পাদক জুবায়ের হাসান শান্ত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম। আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি ওবায়দুল ইসলাম বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উপদেষ্টামন্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেধার বিকাশ ও নিজেদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্ত করার জন্য সকলের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ।
দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, আমাদের জেলা ছাত্রকল্যাণের প্রগতি ধরে রাখার জন্য প্রতিবছর একটি কমিটি করা হয়। সেই ধারায় আমরা দায়িত্ব পেয়েছি, সকল বাধা বিপত্তি সংঘবদ্ধভাবে মোকাবিলা করে সকলের কল্যাণে কাজ করে যাব। সকলের সহযোগিতায় জেলাকল্যাণকে একটি সুপার একটিভ ও আর্দশ জেলা কল্যাণে পরিণত করতে চাই।