তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
আগামী ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী। বক্তব্য রাখেন পৌরসভা সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা সেক্রেটারী দেওয়ান আশিক আল রশীদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সভাপতি মোঃ ইসমাইল আলী, পৌরসভা যুব সভাপতি আবু নোমান মুয়িন প্রমুখ।