বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল দপ্তরের কর্মকর্তাগনের সাথে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন তাদের নিজস্ব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক হাসিনা বেগম,ভারপ্রাপ্ত জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,উপজেলা সহকারি কমিশনার আসমা-উল-হুসনা (ভূমি) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। উক্ত মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে সবাই তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন।