স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
বীর মুক্তিযোদ্ধা ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড আই.খান পান্নার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যশোর জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকালে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে ঘন্টা ব্যাপী চলে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন অ্যাড. আবুল হোসেন, অ্যাড. কাজী ফরিদুল ইসলাম, অ্যাড. মাহমুদ হাসান বুলু অ্যাড চণ্ডীচরণ মজুমদার, অ্যাড. স্বপন ভদ্র, অ্যাড. আমিনুর রহমান হীরু, অ্যাড. মোস্তফা হুমায়ূন কবীর প্রমুখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।