বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে মেয়ে শিক্ষার্থীদের জন্য নামাজের জায়গা ও কমনরুমের ব্যবস্থা করার জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য একটি কমনরুম থাকে। যেখানে মেয়েরা বিশ্রাম নিতে পারে এবং পাশাপাশি তাদের নামাজ পড়ার সুব্যবস্থা থাকে। কিন্তু বশেমুরবিপ্রবির নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই এই সুবিধা থেকে বঞ্চিত আছেন।
আবেদন পত্রে শিক্ষার্থীরা বলেন,”ইতিপূর্বে একাধিক বার মেয়েদের জন্য নির্দিষ্ট নামাজের জায়গা ও কমনরুমের জন্য আবেদন করা হয়েছে।এ বিষয়ে আমরা প্রশাসনের নজর কাড়তে ব্যর্থ হয়েছি।কিন্তু উক্ত বিষয় টি খুবই জরুরি হয়ে উঠেছে।এমতাবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে উক্ত বিষয়টি সমাধান করা জরুরি মনে করছি।”
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ কামরুজ্জামান বলেন,”আমি এই আবেদন পত্রটা পেয়েছি। কিন্তু আজকে ৩ টার পর ছিল তো তাই কালকে এই বিষয় নিয়ে কথা বলব।”