রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ পাথর উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান সংকট, অনলাইন জুয়া, মাদকদ্রব্য, বাজার মনিটরিং সহ বিভিন্ন বিষয়ে ডিমলা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোললের উপজেলার প্রতিনিধি টিমের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুর ১ টায় ডিমলা উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান বলেন, ডিমলা উপজেলায় রাতে অন্ধকারে অবৈধভাবে পাথর উত্তেলিত হচ্ছে। তাছাড়া উপজেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়া ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আমরা ইউএনওর সাথে কথা বললে তিনি আমাদেরকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
রাশেদুজ্জামান রাশেদ বলেন, আমরা ইউএনও মহোদয়ের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিম শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সংকট, বাজার মনিটরিং, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে কথা বলি। তিনি দ্রুত এইসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আলিফ হোসেন, মো. লাবলু ইসলাম, নাজমুল হক, নাসির ভূইয়া, রেজাউল করিম, মো. মিলন ইসলাম, তুষার ইসলাম, মো. লিয়ন ইসলাম, জিয়াউর ইসলাম জিয়া, আরিফ হোসাইন মীর, আতাউর রহমান, মো. আরিফুজ্জামান রোহান, মোন্নাফ হোসাইন, সেলিম ইসলাম, ওবায়দুল ইসলাম, আশরাফুল ইসলাম, জাহিদ হাচান, রিফাত হোসেন, শাহিনুর ইসলাম, মো. জনাব আলী, কাওসার রহমান, মজিবুল ইসলাম, নয়ন ইসলাম ও জাফর হোসেন জাকির প্রমূখ।