নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা মদন উপজেলায় নায়েকপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য (মেম্বার) মোছা. লাকী আক্তার (৩৭) হত্যা চেষ্টা মামলা থেকে খালাস পেয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের বিচারক এ রায়ের আদেশ প্রদান করেন।
খালাস প্রাপ্ত মেম্বার লাকী আক্তার একই ইউনিয়নের মোয়াটি গ্রামের রাহুল মিয়ার স্ত্রী। এ মামলায় খালাস প্রাপ্ত অন্যান্যরা হলেন- একই গ্রামের মো. রাহুল মিয়া (৪২), মো. আব্দুল ওয়াহাব (৩৭), মোছা. রহিছা আক্তার (৬৭), মোছা. আইরিন আক্তার (২৭) ও বাসরি গ্রামের মো. মানিক মিয়া (৩৭)।
মদন থানায় দায়ের হওয়া মামলার বাদী ছিলেন- মোয়াটি গ্রামের শেখ আবু সিদ্দিকের ছেলে মো. তোফায়েল আহম্মেদ। তিনি ২০২২ সালে ২৯ জুন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছিলেন।
নেত্রকোনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১) আদালতের কার্যালয় হতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।