নিউজ ডেস্ক:
গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষক উন্নয়নে ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার (৮ম সংস্করণ) অর্জন করেছে। বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কো এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে।
এ বছর প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্যে ইউনেস্কো এই পুরস্কারের জন্য বিশ্বের ১০টি সংস্থাকে মনোনীত করেছে। ৪ অক্টোবর ২০২৪ ইউনেস্কো প্রধান কার্যালয় প্যারিস, ফ্রান্সে আয়োজনে ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো-হামদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গুড নেইবারস বাংলাদেশ এর নাম প্রথম বিজয়ী হিসাবে ঘোষণা করা হয় এবং গুড নেইবারস বাংলাদেশ এর পক্ষে পুরুস্কার গ্রহণ করেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।