ইবি (কুষ্টিয়া) প্রতিবেদক-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর) এবং ইসলামিক ফাউন্ডেশন, ইউকে-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) ঢাকার একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে ইবির আইআইইআর’র পক্ষে এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন ও ইসলামিক ফাউন্ডেশন, ইউকের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ।
অনুষ্ঠানে বৃটিশ আইজীবি ব্যারিস্টর আসাদুজ্জামান, বৃটিশ উইমেন ইন্টারফেইথ নেটওয়ার্কের প্রধান সীমা হক, বিআইআইটির পরিচালক ড. এম. আবদুল আজিজ, উপ-পরিচালক ড. শহীদুল হক, দাওয়াহ টিভির এমডি নিজাম উদ্দিন, কামিয়ার প্রকাশনীর পরিচালক হেলাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইবির আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন জানান, উপাচার্যের অনুমতিক্রমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা, ইসলামফোবিয়া, ইনডেক্স জার্নাল, কনফারেন্স, ইন্টারফেইথ, ইসলামিক স্কলার বিনিময় ও রিলিজিয়সিটির বিষয়ে কাজ করবেন।