ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ইসলামী ব্যাংক বাংলাদেশ-পিএলসি নাগরপুর উপজেলার সদর বাজার অবস্হিত (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর)সকালে নাগরপুর বাজার এজেন্ট আউটলেটের সভাকক্ষে মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজের সহকারী আলহাজ্ব অধ্যাপক এম.এ.সালামের সভাপতিত্বে ও এজেন্ট ইনচার্জ ও ওনার মোহাম্মদ শাহিন মিয়া’র সঞ্চালনায় গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে কুরআন ও সুন্নাহ আলোকে ব্যাংকিং সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মো.রফিকুল ইসলাম।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার সিনিয়র অফিসার মো.গোলাম মোস্তফা।আরও বক্তব্য রাখেন এপিপি-আরডিএস জহির রায়হান।
সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি অপপ্রচারে কান না দিয়ে নিয়মিত ব্যাংকিং কাজ গুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান। সেই সাথে ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সহ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আমন্ত্রিত মেহমান বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক শওকত আলী,মাদ্রাসা শিক্ষক ইমরান হোসাইন,ব্যবসায়ী শাহজাদা মিয়া,সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান, এজেন্ট ওনার মোঃ হারুন মিয়া প্রমুখ। সুধী ও গ্রাহক সমাবেশে আউটলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, গ্রাহক, ডিপোজিটর, অ্যাকাউন্ট হোল্ডারসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।