শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ফুলছড়িতে জমি নিয়ে বিরোধ, কেটে ফেলা হলো ক্ষেতের ধান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চার বিঘা জমির আমন ধান কেটে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ প্রতিপক্ষের লোকজন শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের মাঠের এসব ধান কেটে নষ্ট করেছে।

এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনায় জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারী, আনোয়ার হোসেন, মেহেদী সহ ১১ জনের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, কাতলামাড়ী গ্রামের আব্দুল রহিম মধু’র ছেলে নুর ইসলাম, বছির উদ্দিন ব্যাপারির ছেলে রমজান আলী, আব্দুল ওয়াহেদ’র ছেলে উজ্জ্বল ব্যাপারি।

কৃষক নুর ইসলাম বলেন, ‘প্রতিবেশী জাহিদুল ইসলাম, জাকির ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে আমাদের। কাতলামারী মৌজায় ৪ বিঘা জমিতে আমন ধান চাষ করি আমরা। ধানের চারা গুলো বেশ বড় হয়ে উঠেছে। এবার জমি থেকে ভালো ফলনের আশা করছিলেন। কিন্তু শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখি কঁচি ধানগাছ কেটে ফেলা হয়েছে।’

কৃষক রমজান আলী বলেন, ‘ধানক্ষেত কেটে নষ্টের ঘটনা পুলিশকে জানানো হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন ফুলছড়ি থানা পুলিশের কর্মকর্তারা। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারী, আনোয়ার হোসেন, মেহেদী সহ তার লোকজনের বিরুদ্ধে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

কৃষক উজ্জ্বল ব্যাপারি বলেন, গত শুক্রবার সকালে জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারী, আনোয়ার হোসেন, মেহেদী সহ তার লোকজনেরা অজ্ঞাতনামা পাওয়ারট্রিলার চালক সহ আমার আমন ধানের জমিতে পুনরায় হালচাষ করে জমির সম্পূর্ণ ধান বিনষ্ট করে দিয়েছে। এসময় বাধা দিলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে ভয়ভীতি ও হুমকি দেয়। প্রাণভয়ে জমি থেকে নিরাপদ দূরত্বে আসি।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারী, আনোয়ার হোসেন, মেহেদি সহ তার লোকজন নিয়ে সকালে জমির ধানের চারা কেটে নষ্ট করেছে। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে তাদের। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়য়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া জানান, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহের হট টপিক

জবি উপাচার্য নিয়োগ আলোচনায় শীর্ষে অধ্যাপক ড. পেয়ার আহমেদ

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার ১৯ বছরে পদার্পণ...

জবি অধ্যাপক রইছ উদ্দিনকে নিয়ে বানোয়াট সংবাদ, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য পদে আলোচনায় থাকা ইসলামিক...

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কে. এম. সাখাওয়াত হোসেন : ‘অভাব নয়, সীমাহীন লোভই...

দুর্গাপুরে রাস্তার প্যালাসাইডিং প্রকল্প মেম্বারের পুকুর পাড়ে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি - নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে...

ইবিতে ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে ফের...

উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে কমলগঞ্জে জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন বলেছেন এবারের দুর্গাপূজা অন্যান্য...

ঈশ্বরগঞ্জে জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন...

নতুন ঋণের সম্ভাব্যতা যাচাইয়ে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে আরও ঋণের জন্য সহযোগিতা...

সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন প্রাণিসম্পদ কর্মকর্তার শ্যালক

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দুলাভাইয়ের সরকারি মোটরসাইকেল ব্যবহার করছেন...

কারো প্রতি যেন ইনজাস্টিস না হয় : অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের...

আপনি আরও মিস করেছেন