হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় স্বপ্নদ্রষ্টা ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার এইচ এস সি ব্যাচ-২০২১ এর আয়োজনে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত টুর্নামেন্টে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ।
এ সময় আরও বক্তব্য রাখেন, সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলার বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল বারী সহ আরও অনেকে।
এদিকে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।