দি সিলেট ইসলামিক সোসাইটির পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২৪ আগস্ট শনিবার সকাল ১১ টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।
সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নুর।
স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি মোঃ আব্দুস শাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, রফিকুল ইসলাম মজুমদার, আল আমীন জামেয়া ইসলামিয়া হিফজ শাখার সুপার হাফিজ সৈয়দ আব্দুল আহাদ প্রমুখ।
এছাড়াও বৃত্তিপ্রাপ্ত ছাত্র -ছাত্রী ও অভিভাবকরাও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ফাহিমুল এহসান সুয়াইব,ইসলামী সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ হিল হামজা। ২০২৩ সালে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় কৃতকার্য প্রায় এক শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।