লিমন সরকার ( ঠাকুরগাঁও )প্রতিনিধি ঃ
কুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও র্যালী হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশীদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাসানুল জামান আল বান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহ সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক বাকাউল্লাহ রিংকু ও জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি প্রভাষক আসাদুজ্জামান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সিদ্দিক প্রমূখ। পরে দলীয় কার্যালয় থেকে র্যালী বের করে দলের নেতাকর্মীরা।