বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে  ভিসি ও প্রক্টরসহ ১৯ শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেছে। মঙ্গলবার বেলা পৌনে একটায় এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো.মনিরুল ইসলাম।

পদত্যাগকারীরা হলেন ববি ভিসি ড.মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইউম,সহকারী প্রক্টর মোঃগাজীউর রহমান, ড.মোহাম্মদ মাহফুজ আলম, মোঃ ফরহাদ উদ্দীন,শাওন মিত্র, মোঃ সাইফুল ইসলাম,পম্পা রানী মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রণক ড.মোহাম্মদ সাখাওয়াত হোসেন,

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড.তারক মাহমুদ আবীর, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড.হেনা রানী বিশ্বাস,শেখ হাসিনা হলের প্রভোস্ট ড.ইসরাত জাহান, টিএসসির পরিচালক ড.রহিমা নাসরিন, শারীরিক শিক্ষা অফিস পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী,পরিবহন পুলের ম্যানেজার মোঃ মিজানুর রহমান, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, মোহাম্মদ সাকিবুল হাসান, বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মো.কবির হাসান।

রেজিস্টার জানান, তারা সবাই ব্যক্তিগত কারনে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন। এদিকে তাদের পদত্যাগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই বিক্ষোভ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বেলা ১১টা  শিক্ষার্থীরা দুই পক্ষে  বিভক্ত হয়ে বিক্ষোভ করে।

উল্লেখ্য,গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। তার নিয়োগের পরেই পদত্যাগকারীগন বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত হন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ