তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্রবিরোধবৈষম্য আন্দোলনের উদ্যোগে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের হয়। সন্ধ্যার পরে হঠাৎ দুর্বৃত্তরা মৌলভীবাজার মডেল থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এই সময় থানার ভেতর থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
গতকাল শুক্রবার (১৬ই আগষ্ট) মৌলভীবাজার সদর উপজেলার উত্তর জগন্নাথপুর এলাকার একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সকালে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন রাস্তার পাশের জঙ্গলে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তিনি মডেল থানার ওসিকে ফোন করলে মোটরসাইকেলটি উদ্ধার করে থানা পুলিশ।
থানার এস আই রতন, এবিষয়টি নিশ্চিত করে জানান, গত দিন থানা থেকে ২৫ টি মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ এটা নিয়ে ২৪টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। আরো একটি মোটরসাইকেল দুর্বৃত্তদের হাতে রয়েছে।