মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর ৪ দফা দাবীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় পাঁচবিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।
এ উপলক্ষ্যে বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের তিন মাথা চত্তর প্রশিক্ষণ শেষে মসজিদ মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ রহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল মুকিত, সাজ্জাদ হোসেন সাজু, আরমান হোসেন প্রমুখ ।