সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়কে স্বেচ্ছায় ট্রাফিক সেবা প্রদান করা শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে ছাতা উপহার দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিভিন্ন শহরে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে ছাতা উপহার দেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম, জেলা ছাত্রদল নেতা শাহ্ রাহুল আজগর আলী, সুনামগঞ্জ কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, যুগ্ম আহ্বায়ক অপু স্বেচ্ছাসেবক দল নেতা মহিম উদ্দিন, পাবেল, নাঈম, হাসান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সদস্য নাঈম আহমেদ শিশির প্রমুখ।