কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতসহ সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সহিংসতা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় সিলেট সেনানিবাসের মেজর মেজবা বলেন, সমন্বিত আলোচনার মাধ্যমে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে হবে। যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের সেবা দেওয়ার স্বার্থে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সচল করতে হবে। অফিস-আদালত চালু করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জে দায়িত্বরত ক্যাপ্টেন সাজ্জাদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, জামায়াত নেতা মাসুক আহমদ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভা থেকে দেশের এই ক্রান্তিলগ্নে রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন মেজর মেজবা। এছাড়া দুষ্কৃতিকারী কর্তৃক কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেনাবাহিনীর নাম্বারে ফোন করার কথা বলা হয়েছে।