রাজধানীর প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রান্স সিলভা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাস দুটিতে এই অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে পল্টন যাওয়ার দিকে মেট্রো রেল স্টেশনের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগানোর পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ সময় বাসের ভেতরে কাউকেই দেখা যায়নি।