দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের ১৭দিন পরেও সন্ধান পাওয়া যায়নি ২৪ বছরের মমতা খাতুন নামের এক বাক প্রতিবন্ধীর। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তাঁর পরিবারের লোকজন। নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের বাবা।
নিখোঁজ মমতা খাতুনের বাড়ি দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার।
জানা যায়,নিখোঁজ মমতা খাতুন বাক প্রতিবন্ধী। সে গত ২৬ জুন সকাল ১০টার দিকে নিজ বসত বাড়ীর সামনে রাস্তার পাশে বসা ছিল। কিন্তু হঠাৎ সেখান থেকে সে উধাও হয়ে যায়। পরিবারের লোকজন তাকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে।
আশপাশে কোথাও না পেয়ে টানা দুইদিন আত্মীয়-স্বজনদের বাড়ি সহ সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুঁজি করেও নিখোঁজের কোন-সন্ধা পাইনি তাঁরা। এরপরে কোন উপায় না পেয়ে মেয়েকে ফিরে পেতে ২৮ জুন থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের বাবা।
নিখোঁজের সময় মমতা খাতুনের পড়নে ছিলো মিষ্টি রঙের কামিজ এবং সাদা-কালো মিশ্রিত সালোয়ার। গায়ের রং কালো,মুখ লম্বাটে ও উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি। কোন সহৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান তাহলে এই ০১৯৩৬৭৭৫৯৩৫ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার।