মামুন হোসাইন চরফ্যাশন (ভোলা)
ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের এর পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবক মরহুম আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) জোহরবাদ লালমোহন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো.ইকবাল হোসাইন জুলহাসের আয়োজনে লর্ডহার্ডিঞ্জ বাজার হাজী চাঁদ মিয়া হাওলাদার জামে মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মৃত্যু বার্ষিকি পালিত হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লর্ডহার্ডিঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. ইকবাল হোসাইন জুলহাস, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামিম সর্দার ও সাধারণ সম্পাদক রিয়াজ খানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।