বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভায় সড়ক সংস্কার ও পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৮ই জুন (সোমবার) দুপুর তিনটায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফখরুজ্জামান মতিন ও সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগর এ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মোঃ শাহ আলম,বকশীগঞ্জ মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নুর আলম নয়ন, সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন। জানা যায়, পানাতিয়া পাড়া ঈদগাঁমাঠ প্রাইমারি স্কুল পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ হবে। মেসার্স ধ্রুব ট্রেড এজেন্সি এ কাজটি পেয়েছেন। প্রাথমিক অবস্থায় ৯০০ মিটার কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র ফখরুজ্জামান মতিন বলেন, এই রাস্তার কাজে কোন অনিয়ম করা হবে না সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সম্পন্ন করা হবে। রাস্তার কাজে আমার কোন সাহায্য সহযোগিতা লাগলে আমি আমার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী সাহায্য সহযোগিতা করব বলে তার নিজ অভিমত ব্যক্ত করেন।