ঝালকাঠি জেলায় পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন শহিদুল আলম । তিনি জেলার নলছিটি থানায় কর্মরত আছেন।
রোববার (২৩ জুন) পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার,(প্রশাসন ও অর্থ ) মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম,সহকারী পুলিশ সুপার( রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।
তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে এসআই শহিদুল আলম বলেন,আমাকে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করব।