নিজস্ব প্রতিবেদক: বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের সঙ্গে ঈদ উদযাপন করেছে একদল শিক্ষার্থী। দুপুরের তারা ঈদ উপহারও বিতরণ করেছে ছাত্রলীগের পক্ষ থেকে।
সোমবার (১৭ জুন) দুপুরে ঈদের দিন ভালুকার হবিরবাড়ির সারা মানবিক বৃদ্ধাশ্রমে এমন আয়োজন করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর ছোটন।
মীর ছোটন বলেন, আমরা মানবিকতা নিয়ে চলতে চেষ্টা করি। তাই ঈদের এই দিনে বৃদ্ধ মা বাবাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এসেছি আমরা। এখানে আসলে বোঝা যায় আমরা কিরকম। মা-বাবাদের ঋণ আমরা সন্তানরা শোধ করতে পারবো না। তবু কেউ কেউ একটা সময় পর মা বাবাদের থেকে দূরে সরে যায়।