রবিবার, জুন ৩০, ২০২৪

কলমাকান্দায় মসজিদের ভিতরে ছুরিকাঘাতে ইমাম খুন

যা যা মিস করেছেন

এ,এম স্বপন জাহান
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:

মধ্যনগর উপজেলার পাশ্ববর্তী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট ছুরিকাঘাতে খুন হয়েছেন। খুন হওয়া ব্যক্তি রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামের মৃত বাশির পন্ডিতের ছেলে মাওলানা আব্দুল বাতেন (৬০)।

রবিবার(১৬ জুন) রাত ৩টা নাগাদ রংছাতি ইউনিয়নের বিশাউতি জামে মসজিদের ভেতর এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরো জানা যায়, বিসাউতি জামে মসজিদে তিনি ইমামতি করতেন এবং পাশাপাশি রংছাতি দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, মসজিদের ভেতর অজ্ঞাত কেউ হুজুরকে ছুরিকাগাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে এই অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা কলমাকান্দা হাসপাতালে নিলে ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহতকে মৃত ঘোষণা করেন।
ছেলে বদিউজ্জামান গণমাধ্যমে জানান, আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করেছে? আমার বাবা তো কোন অপরাধী ছিলেন না। কেন হত্যা করলো আমার বাবাকে,আমি এর বিচার চাই।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এঘটনায় এখনও পর্যন্ত (সোমবার রাত পৌনে আটটা নাগাদ) কাউকে গ্রেফতার করা হয়নি। দোষীদের বিচারের আওতায় আনতে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security