টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবর আল মামুনের বৈদ্যুতিক বাল্ব প্রতীক, জনসাধারণের মাঝে অন্ধকারে আলো দেয়ার মত সারা ফেলেছে।
সেচ্ছা সেবক লীগ নাগরপুর উপজেলা শাখার সভাপতি ক্লিন ইমেজের ছাত্র নেতা, শিক্ষিত, ভদ্র, বিনয়ী হিসেবে এখন জনগণের মুখে মুখে। তিনি বৈদ্যুতিক বাল্ব মার্কা প্রতীক নিয়ে ২৯ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে ব্যপক আলোচনার জন্ম দিয়েছেন।
উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলছে এ ক্লন ইমেজের নেতা। নিরলস প্রচেষ্টা ও ঐকান্তিকতার মধ্যে দিয়ে বাবর আল মামুন ছোট-বড় সব বয়সী মানুষের ভালোবাসায়, রাজনীতিতে আজ এ পর্যন্ত আসতে পেরেছেন বলে জানান তিনি। পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির দিয়ে রাজনৈতিক অঙ্গে বিচরণ শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেশ কয়েক বছর ধরে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জন্মভূমি নাগরপুরের ১২ টি ইউনিয়নে এস জি ডি এর সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানান তিনি।