আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
প্রচণ্ড তাপপ্রবাহ, প্রখর রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। বিপর্যস্ত হয়ে পরেছে জনজীবন। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন এলাকাবাসী।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন চৌপথির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে অন্তত ২ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।