মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ
চিকিৎসা সেবা একটি মহান পেশা। মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করলেও সবাই ব্যক্তি ও পেশাগত জীবনে সুনাম কিংবা সুখ্যাতি বয়ে আনতে পারে না। কেউ কেউ মানব ধর্ম কিংবা মানবিকতা প্রাধান্য দিতে গিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছাগুলোকেও জলাঞ্জলি দিয়েছেন। কর্মক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে ভালো মানুষ হয়ে ওঠা। কিন্তু সেটা বা ক’জন পারে। অনেকে তার নিজের কর্মগুনে অনেক রেকর্ড ছাপিয়ে যান।
নামের পেছনে নানা উপাধির তকমাও পেয়ে থাকেন সাধারণ মানুষের কাছ থেকে। যার ফলে রাতারাতি বিখ্যাতও হয়ে যান তারা। তেমনি আজ আপনাদের জানাব একজন এমবিবিএস চিকিৎসকের কথা। যিনি
ডাক্তায় হয়েই নিজ এলাকার মানুষের সেবাই নেমে পড়েছেন চিকিৎসক ডাঃ মোঃ হুমায়ুন রশিদ শাকিল৷তিনি একজন ডাক্তার হয়েও মানব সেবার ব্রত নিয়ে অভিজাত শহরাঞ্চল ছেড়ে এসেছেন গ্রামাঞ্চলে। তার লক্ষ্য একটাই নিজ এলাকা সহ পার্শ্ববর্তী সাধারণ মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া। যা তিনি আজ অনেকাংশেই এর বাস্তব রূপও দিয়েছেন নিজ এলাকায় রোগী দেখে।
প্রথম দিনেই সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। হয়েছেন সবার সেরা, সেরাদের সেরা।
চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল এর ব্যবহার আচার আচরণ অনেক সুন্দর ওনি রোগীদের সাথে অনেক সুন্দর ভাবে কথা বলেন, সময় নিয়ে সব কিছু শোনেন দেখেন তারপর চিকিৎসা দেন৷তিনি প্রথম দিনেই আমাদের মন জয় করে ফেলছেন৷
ডাক্তার মোঃ হুমায়ুন রশিদ শাকিল বলেন, আমার এলকার অনেক অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না৷আমি চাই প্রতি সাপ্তাহে একবার চেম্বার করে আমাদের এলকার অসহায় মানুষের সেবা করতে ফ্রী চিকিৎসা দিতে৷আমি এই স্থানে থেকে সেবার ব্রত নিয়ে তাদের পাশে সামর্থের সবটুকু দিয়ে থাকার চেষ্টা করব।নিজ এলকার সাধারন জনগোষ্ঠীকে সেবা দেওয়ার মুহুর্তগুলোকে আমি বেশ ভালোই উপভোগ করতেছি৷
উলেখ্য, এই চিকিৎসক ব্যক্তি উদ্যোগে ও স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় প্রতি শুক্রবার গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন নিজ এলকায়। তিনি ব্যক্তিজীবনে একজন সুখী মানুষ। সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী একজন মানুষ তিনি। এর ফলেই তিনি গোটা আমান উল্লাহ পাড়া সহ আশপাশের এলাকাগুলোতে একজন মানবিক ডাক্তার হিসেবে বেশ সুখ্যাতি পেয়ে যাচ্ছেন।