কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কবি রওশন আরা বাঁশি খূৎহৈবম-এর পঞ্চম কাব্যগ্রন্থ ‘মেঘ ছুঁয়েছে মন’ এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার আদমপুরের কোনাগাঁও এ বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক বিশিষ্ট কবি ও গবেষক ড. তপন বাগচী।
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুমা টফি একার সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম, লেখক হাজি মো. আবদুস সামাদ, কবি ও অগ্নিশিখা সম্পাদক সুমন বনিক এবং কবি ও গবেষক গোলাম মোর্শেদ চন্দন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন,সনাতন হামোম,খোইরম ইন্দ্রজিৎ, হাজ্বী আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শুরুতে কাব্যগ্রন্থ ‘মেঘ ছুঁয়েছে মন’ এর মোড়ক উন্মোচন করা হয়।
পরে কবি রওশন আরা বাঁশি তাঁর একান্ত অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।