রিয়াদ ইসলাম জলঢাকা:
নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জলঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জলঢাকা পৌর আওয়ামী যুবলীগের নেতা কর্মীবৃন্দ। স্থানীয় এমপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় এ সংবাদ সম্মেলন করেন তারা। এর আগে শনিবার সকালে পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগ কর্তৃক স্থানীয় এমপির বিরুদ্ধে বিএনপির পক্ষে নির্বাচন করার একটি মাইকিং বের করেন। তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মাইক এবং অটো থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একটি অনাকাঙ্ক্ষিত ইস্যুর লাগাম টেনে পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও পৌর উপ নির্বাচনের মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা। উক্ত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেন জলঢাকা পৌর যুবলীগের নেতৃত্বরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহবায়ক লাভলুর রশিদ। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, মাননীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে জড়িয়ে পৌর উপ নির্বাচন বিষয়ে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে কিছু কুচক্রী মহল। এসব অপপ্রচারের বিরুদ্ধে পৌর যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ ও তিব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবাক নজমুল কবির মুকুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মশিউর রহমান বাবু সহ পৌর যুবলীগের সকল নেতৃবৃন্দ প্রমূখ।