স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার (২২ শে এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য আসানুর রহমান, প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ, সদস্য: আশিকুজ্জামান,রত্ন রাজ,রাসেল হোসেন রায়,ফরহাদ হাসান,হৃদয় হোসেন,ফরহাদ ইসলাম,মানজুরুল তন্ময়,গোলাম রসূল,নিয়ামুল ইসলাম,শাহেদ হাসান প্রমুখ।
এবিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ বলেন,যশোরসহ সারাদেশে তীব্র তাপ দাহ প্রবাহিত হচ্ছে।এর মধ্যে যশোর তাপমাত্রার তীব্রতা অন্যান্য জেলার থেকে বেশি কিন্তু তারপরও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে জীবিকার তাগিদে বের হয়েছে। আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে তাদের কে সচেতন করার চেষ্টা করছি । আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য গতকাল এ সংগঠনের পক্ষ থেকে শতাধিক শ্রমজীবি মানুষের মাঝে বোতলজাত খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।