তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের পীরেরবাজার এলাকায় রেলওয়ে গেইটম্যানের দায়িত্বে থাকা রাইয়ানুল ইসলাম গতকাল (২০ এপ্রিল) শনিবার রাতে স্টোকে নিজ বাসায় মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সে রাজশাহীর আত্রাই উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা। প্রায় ৬ বছর যাবৎ পীরেরবাজার এলাকায় গেইটম্যানের দায়িত্ব পালন করে আসছেন। আজ রবিবার দুপুর দুইটা থেকে তার দায়িত্ব পালন করার কথা থাকলেও অপর গেইটম্যান বার বার মুঠোফোনে কল করে তার কোনো সাড়া শব্দ না পেয়ে কুলাউড়া থানা পুলিশকে বিষয়টি অবগত করলে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান ও এ এসআই আবু তাহের এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তার ভাড়া বাসার দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে যোগাযোগ করলে এসআই হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোক করে মৃত্যু হতে পারে।