নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ মাওলা মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তিনি নেত্রকোনা সদর উপজেলার বুরখিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে সদর উপজেলার গাবরাগাতি ইউনিয়নে নাড়িয়াপাড়া গ্রামের জনৈক রফিকুল ইসলামের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর হতে ওই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল কালামের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ সহকারি উপরিদর্শক (এএসআই) সুবেন কুমার নন্দী ও সঙ্গীয় পুলিশ সদস্য এ অভিযানে অংশগ্রহন করেন।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, বিশেষ অভিযানে আটককৃত মাওলা মিয়ার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানান তিনি।