জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ঝিনাইদহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পোগোজ ল্যবরেটরি উচ্চ বিদ্যালয়ের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি অভিষেক সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ফিরোজ উদ্দীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যানের উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড.কামরুন নাহার লিপি, ইতিহাস বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আব্দুস সামাদ, সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসানসহ ঝিনাইদহস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ। এসময় জবিস্থ ঝিনাইদহের তিন শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।